ফের চোখ রাঙাচ্ছে করোনা,একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

উৎসবের মরশুমের মাঝেই ফের আতঙ্ক ছড়াল করোনা।দেশে একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিন যেখানে দৈনিক আক্রান্ত ২ হাজারের নিচে ছিল, সেখানে শনিবার আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছে গেল।

আরও পড়ুন:পুজোর আগেই জোড়া শত্রু রাজ্যে, ডেঙ্গি- করোনার বাড়বাড়ন্তে চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা
=-

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৭ জন। তবে সংক্রমণ বাড়লেও স্বস্তির খবর যে গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৯ হাজার ২৫১ জন। আগের দিনের থেকে প্রায় হাজারখানেক কম সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৪ জন।যা গতকালের তুলনায় বেশ অনেকটাই বেশি। এখনও পর্যন্ত দেশে  কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৭৮ জন। এই মুহূর্তে দেশে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ। যা উদ্বেগজনক।

Previous articleএশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের
Next articleজমজমাট বিসর্জনের কার্নিভালে আদিবাসী নাচের তালে পা মেলালেন স্বয়ং মমতা, বাজালেন করতাল