প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক, দলে এলেন ওয়াশিংটন সুন্দর

চলতি দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গেলেন দীপক চাহার (Deepak Chahar)। তাঁর জায়গায় দলে এলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। শনিবার এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের ( BCCI) তরফ থেকে। দীপক লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগেই চোট পান।

বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে,”দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে চাহারের পিঠের পেশি শক্ত হয়ে যায়। সে জন্য প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেনি।”

ওয়াশিংটন এখনও পর্যন্ত ভারতের হয়ে চারটি টেস্ট, চারটি এক দিনের ম্যাচ এবং ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন। এখনও পযর্ন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬টি উইকেট রয়েছে তাঁর। সাত মাস আগে দেশের জার্সিতে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:বুমরাহ-এর পরিবর্তে কে? ইঙ্গিত দিলেন বোর্ড কর্তা

Previous articleখুনের পরদিন অয়নের বাড়িতে তাঁর খোঁজে যায় বান্ধবী!হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়*
Next articleউৎসবের রেশ ধরে রেড রোডে শুরু বিসর্জনের বর্ণাঢ্য মেগা কার্নিভাল