লুকিয়ে সীমান্ত পারাপার, BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের

ভারতের কৈজুরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারী সন্দেহে গুলি চালান। তাতেই মৃত্যু হয় হাসানুজ্জামানের। যদিও বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করেছে

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক যুবক। নিহত যুবক বাংলাদেশি বলে জানা গিয়েছে। ভারতে আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। সেখান থেকেই সীমান্ত ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে। মৃতের নাম মহম্মদ হাসানুজ্জামান ওরফে মান্দুলি (২৫)।

জানা গিয়েছে, ভারতের কৈজুরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারী সন্দেহে গুলি চালান। তাতেই মৃত্যু হয় হাসানুজ্জামানের। যদিও বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করেছে।

মৃতের বাবা হায়দার আলি জানান, এদিন ভোর ৪টে নাগাদ সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রথমে আহত অবস্থায় হাসানুজ্জামানকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পর সকাল সাড়ে ৭টার নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, পাসপোর্ট না থাকায় হাসানুজ্জামান অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার ভোর একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরি সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। সেই সময় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন:সরকারি কাজের ভাষা হিন্দি করার দাবিতে প্রস্তাব পেশ সংসদীয় কমিটির

Previous articleসোনালি-মৃত্যু রহস্যে নয়া মোড়, তুরুপের তাস দুটি চিঠি !
Next articleআমি শুধুই অভির, আর কারও না’: দ্বিতীয় বিয়ের প্রস্তাব আসতেই ‘ক্ষুব্ধ’ সংযুক্তা