Monday, August 25, 2025

প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সিকিম (Sikkim), নেপালে (Nepal) ধস। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। ধসে বেহাল বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭ এ জাতীয় সড়ক। ধসের কারণে অফবিট পাহাড়ি পর্যটনকেন্দ্র ইয়েলবং-সহ চুইখিম, বরবট, নিমবঙের মত পাহাড়ি গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে।

নেপালের লেটে, গোসা, দানা, মার্কা-সহ প্রায় ১৫টিরও বেশি জায়গায় প্রবল বৃষ্টির ফলে রাস্তায় ধস নেমেছে। ধসের কারণে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। এভারেস্ট (Everest) অভিযানে গিয়ে নেপালের বেস ক্যাম্প মান্থোলিতে আটকে পড়েছেন প্রায় ২ হাজার বিভিন্ন দেশের অভিযাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের বাসিন্দা গৌরশংকর মিত্র।


সোমবার আলিপুরদুয়ার ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে আলিপুরদুয়ারের কালজানি-সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে। আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৫.২০ মিমি এবং হাসিমারাতে ৩৩ মিমি। আলিপুরদুয়ারের পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে রাতের বৃষ্টিতে জলমগ্ন হলেও সকালে জল নেমে গিয়েছে ,তবে এই সমস্ত নদী সংলগ্ন এলাকাগুলির জন্য নৌকা মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version