কন্যার পাশাপাশি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদের নোটিশ CBI-এর

অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের পাশাপাশি এবার ভাগ্নে রাজা ঘোষকেও (Raja Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল CBI। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) মেয়ে সুকন্যার সংস্থাকে বুধবার ফের নোটিশ (Notice) দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন, সকালে রাজার বাড়িতে গিয়ে তাঁকে নোটিশ দেন সিবিআই আধিকারিকেরা।

এক সময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ। রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে বোলপুরে একটি চালকলও আছে। বোলপুরে যখন রাজার বাড়িতে যান সিবিআইয়ের ২ আধিকারিক, সেই সময় বাড়িতেই ছিলেন তিনি। তাঁর হাতেই নোটিশ দেন আধিকারিকরা। রাজাকে নোটিশ দেওয়ার পাশাপাশি, ওই এলাকায় অনুব্রত এবং তাঁর মেয়ের নামে জমিজমা সংক্রান্ত তথ্য বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (ADSR) অফিস থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Previous articleহাওড়া-বর্ধমান শাখায় টানা ১১ দিন বাতিল কয়েকটি লোকাল ট্রেন
Next articleকরোনা অতীত! টিকিট বিক্রি করে ৯২ শতাংশ আয় বাড়ল রেলের