হাওড়া-বর্ধমান শাখায় টানা ১১ দিন বাতিল কয়েকটি লোকাল ট্রেন

আজ থেকেই শক্তিগড় রেল লাইনে কাজ শুরু করেছে পূর্ব রেল। তাই আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর যে সমস্ত কাজ বাকি রয়েছে, তার নিষ্পত্তির জন্য  আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড়ে চার ঘণ্টা(সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত) ট্র্যাফিক ব্লক থাকবে। সেজন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবারের পর থেকে পরিষেবা ফের স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:বদলাচ্ছে ট্রেনের সময়, একাধিক ট্রেনের নয়া সময় সূচি ঘোষণা ভারতীয় রেলের

একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকাগুলি-

হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ওই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

বর্ধমান থেকে কোন কোন লোকাল ট্রেন চলবে না? ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) বর্ধমান-হাওড়া বাতিল থাকবে। ২২ অক্টোবর (শনিবার) পর্যন্ত ওই তিনটি ট্রেন চলবে না।

Previous articleসুপার সাইক্লোনের প্রহর গুনছে বাংলা,বিভিন্ন রাজ্যে জারি অতি বৃষ্টির সতর্কতা!
Next articleকন্যার পাশাপাশি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদের নোটিশ CBI-এর