Tuesday, November 4, 2025

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি প্রোমোটিং! জেলাশাসকের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

Date:

Share post:

বেআইনি প্রোমোটার রাজের অভিযোগ কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। নবগ্রাম (Nabagram) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের (District Magistrate) হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একেরপর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ। এলাকার বহু ফ্ল্যাটবাড়ি উঠছে ৬তলা বা তার উপরে। অভিযোগ, এগুলির কোনও অনুমোদনই নেই। এলাকার এক প্রোমোটার রাজকুমার (Rajkumar) দুটি বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বেআইনি নির্মাণের উপর আবার বসিয়ে দিচ্ছেন ফোনের টাওয়ার। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে, স্থানীয়দের অভিযোগ-ক্ষোভকে পাত্তা দিতে নারাজ রাজকুমার।

নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদারের অবশ্য দাবি, পঞ্চায়েত কোনও ভাবেই বেআইনি ফ্ল্যাট বা কোনো নির্মাণ, ফোনের টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি পঞ্চায়েত দেয়নি। যদি এরকম কাজ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে।

এখানেই প্রশ্ন উঠছে তাহলে কার মদতে বা কোথায় টাকার বিনিময়ে নবগ্রাম এলাকা জুড়ে গড়ে উঠছে বেআইনি নির্মাণ? স্থানীয় বাসিন্দা বাসিন্দা পিনাকী বন্দ্যোপাধ্য়ায় জানান, দীর্ঘদিন ধরেই নবগ্রাম এলাকায় বেআইনি প্রোমোটিং চলছে। প্রোমোটাররা (Promoters) বেআইনি কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, এই বিষয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...