নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি প্রোমোটিং! জেলাশাসকের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের (District Magistrate) হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

বেআইনি প্রোমোটার রাজের অভিযোগ কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। নবগ্রাম (Nabagram) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের (District Magistrate) হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একেরপর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ। এলাকার বহু ফ্ল্যাটবাড়ি উঠছে ৬তলা বা তার উপরে। অভিযোগ, এগুলির কোনও অনুমোদনই নেই। এলাকার এক প্রোমোটার রাজকুমার (Rajkumar) দুটি বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বেআইনি নির্মাণের উপর আবার বসিয়ে দিচ্ছেন ফোনের টাওয়ার। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে, স্থানীয়দের অভিযোগ-ক্ষোভকে পাত্তা দিতে নারাজ রাজকুমার।

নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদারের অবশ্য দাবি, পঞ্চায়েত কোনও ভাবেই বেআইনি ফ্ল্যাট বা কোনো নির্মাণ, ফোনের টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি পঞ্চায়েত দেয়নি। যদি এরকম কাজ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে।

এখানেই প্রশ্ন উঠছে তাহলে কার মদতে বা কোথায় টাকার বিনিময়ে নবগ্রাম এলাকা জুড়ে গড়ে উঠছে বেআইনি নির্মাণ? স্থানীয় বাসিন্দা বাসিন্দা পিনাকী বন্দ্যোপাধ্য়ায় জানান, দীর্ঘদিন ধরেই নবগ্রাম এলাকায় বেআইনি প্রোমোটিং চলছে। প্রোমোটাররা (Promoters) বেআইনি কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, এই বিষয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

Previous articleকেরলে নর*খাদক! নৃশংস ঘটনায় দেশজুড়ে তোলপাড়
Next articleআর্থিক দেনাপাওনা নিয়ে বচসার জের! শহরের বুকে খু*ন যুবক