এশিয়া কাপের ফাইনালে উঠে কী বললেন ভারত অধিনায়ক?

এর পাশাপাশি তিনি আরও বলেন," ফাইনালে এরকম পারফরম্যান্সই ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার থাইল্যান্ডকে (Thailand) হারিয়ে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে উঠেছে ভারতের মহিলা দল (India Team)। গ্রুপের শেষ ম্যাচেও থাইল্যান্ডকে হারিয়েছিল ভারত। এদিন থাইল্যান্ডকে ৭৪ রানে হায়ায় হরমনপ্রীত কৌররা। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক। প্রশংসা করলেন দলের খেলার।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন,”মেয়েরা খুব ভালো খেলেছে। ভালো ব্যাটিং করেছেন।  ভালো পার্টনারশিপ করে বড় রান করতে সক্ষম হয়েছে দল। দুরন্ত পারফরম্যান্স করছেন শেফালি ভর্ম ও জেমি রডরিগেজরা।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” ফাইনালে এরকম পারফরম্যান্সই ধরে রাখতে হবে। বোলিংটাও মেয়েরা দারুণ করছে। দীপ্তি শর্মা এক কথায় অনবদ্য । যে কোনও সময় বল করতে রাজি থাকেন এই অভিজ্ঞ স্পিনার। এরকম ক্রিকেটার দলে থাকলে যে কাজ অনেক সোজা হয়ে যায়।”

আরও পড়ুন:সভাপতি পদ থেকে সৌরভের সরে যাওয়ায় আনন্দিত শাস্ত্রী, শুভেচ্ছা জানালেন রজার বিনিকে

Previous articleউৎসব মিটলেই ফের কুৎসার বিরুদ্ধে উন্নয়নের লড়াই: বার্তা তৃণমূল সুপ্রিমোর
Next articleফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৩৯০ পয়েন্ট নামল সেনসেক্স