অতিরিক্ত বেতন ফেরত দিতে প্রধানশিক্ষকদের নির্দেশ শিক্ষা দফতরের

ফের অতিরিক্ত বেতন ফেরৎ দিতে স্কুলের প্রধানশিক্ষকদের নোটিশ (Notice) পাঠাল শিক্ষা দফতর (Education Department)। এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে হবে।

এর আগে ২ মে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই ওই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছিল। সেই সিদ্ধান্তর উল্লেখ করেই স্কুলের প্রধান শিক্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত বেতন ফেরাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০১৯ সালে রোপা চালু হওয়ার আগে মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষকরা বেতনের পাশাপাশি একটি ‘বর্ধিত বেতন’, সঙ্গে তিন শতাংশ অতিরিক্ত ভাতা পেতেন। উচ্চ মাধ্যমিক স্তরে, অল্প ‘বর্ধিত বেতনের’ সঙ্গে প্রধান শিক্ষকরা মাসে ৪০০-৫০০ টাকা পর্যন্ত পেতেন। রোপা (ROPA) চালু হওয়ার পর ২০২০ সালের জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন চালু হয়ে যায়। এরপরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত বেতন বা ভাতা বন্ধ হয়ে যায়। সরকারি নিয়ম উপেক্ষা করে স্কুলের প্রধান শিক্ষকরা অতিরিক্ত বেতন ও ভাতা নিয়েছেন বলে মত শিক্ষা দফতরের। সেই কারণেই এই অতিরিক্ত বেতন দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:পাকিস্তান-নেপালেরও পরে, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০৭!

Previous articleপাকিস্তান-নেপালেরও পরে, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০৭!
Next articleবউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় নিয়ে নবান্নে জরুরি বৈঠক