প্রাক্তন প্রধান বিচারপতিকে গুলি করে খু*ন পাকিস্তানে

অরাজকতার ফের এক জ্বলন্ত ছবি ফুটে উঠল পাকিস্তানের(Pakistan) মাটিতে। নামাজ পড়ে ফেরার সময়ে দুষ্কৃতীদের গুলিতে খু*ন হলেন বালুচিস্তান হাইকোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতি। শুক্রবার সন্ধেয় বালুচিস্তানের(Balucisthna) খারান এলাকায় ঘটেছে এই হত্যাকাণ্ড(Murder)। নিহত ওই প্রকাতন বিচারপতির নাম মহম্মদ নুর মাসকানজাই।

সংবাদমাধ্যম সুত্রের খবর, শুক্রবার স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মাসকানজাই। নামাজ শেষ করে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন বিচারপতি। এরপর সেখান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে কোয়েটার একটি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। স্থানীয় পুলিশ সুত্রে জানা গিয়েছে, হামলাকারীরা বিচারপতিকে হত্যা করার উদ্দেশ্যে মসজিদের বাইরে অপেক্ষা করছিল। শুধু বিচারপতি নন, দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন স্থানীয় দুই নাগরিক। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleপাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কী বললেন রোহিত শর্মা?
Next articleউপত্যকার কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে হ*ত্যা করল জঙ্গিরা