Wednesday, December 3, 2025

টাকার দাম কমেনি, বেড়েছে ডলারের দাম! ওয়াশিংটনে ‘আজব দাবি’ নির্মলার

Date:

Share post:

যত সময় গড়াচ্ছে ভারতীয় মুদ্রার (Indian Currency) দাম তলানিতে পৌঁছচ্ছে। ডলারের (US Dollar) অনুপাতে ক্রমাগত দাম পড়ছে ভারতীয় মুদ্রার। প্রতিদিনই সর্বনিম্ন পর্যায়ে পৌঁছনর রেকর্ড (Record) গড়ছে ভারতীয় মুদ্রা। রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানান, ভারতীয় মুদ্রার দাম কমেনি। আমার মতে, ডলারের দাম বেড়েছে। অর্থমন্ত্রী (Finance Minister) এদিন আরও বলেন, ডলার প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। সুতরাং অন্যান্য সমস্ত মুদ্রার দাম ডলারের অনুপাতে অনেকটাই নিচে অবস্থান করছে। আমি খুটিনাটি নিয়ে কথা বলছি না কিন্তু এটা সত্যি যে ভারতের মুদ্রা সম্ভবত ডলারের এই দর বৃদ্ধিকে প্রতিরোধ (Resistance) করেছে। নির্মলা এরপরই বলেন, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতীয় মুদ্রা অন্যান্য দেশের মুদ্রার থেকে অনেকটা ভালো জায়গায় অবস্থান করছে।

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ। শনিবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠক করে টাকার দামের পতন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে জবাব তিনি বলেন, প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে ডলার। সুতরাং স্বভাবতই অন্যান্য দেশের মুদ্রা ডলারের ক্রমশ শক্তিশালী হওয়ার বিপরীতে কাজ করছে। তবে এদিন এখানেই থেমে থাকেননি অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) লাগাতার প্রয়াস করে চলেছে। ভারতীয় মুদ্রার মূল্য নির্ধারণে বাজারে হস্তক্ষেপ করা হবে না। তাই শুধুমাত্র অস্থিরতা কমানোর জন্যই আরবিআই পদক্ষেপ করবে।

সপ্তাহের শুরুতেই ডলারের তুলনায় টাকার দাম সর্বনিম্ন ৮২.৬৮-এ নেমে গিয়েছিল। বাজারের পতন (market Collapse) এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (US Federal Reserve) কড়া নিয়মের জেরেই এমনটা হচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা (Financial Experts)। এছাড়া আমেরিকায় নাগাড়ে কমছে বন্ডের দাম (Rates of Bond)। যা ভারতীয় মুদ্রার জন্য বড় সমস্যা। তবে নির্মলার এমন মন্তব্যে ইতিমধ্যে শোরগোল শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি হাতের নাগালে চলে গিয়েছে। আর সেকারণেই অর্থমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করতে একের পর মিথ্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন- অশিক্ষিত, ২টাকার গুন্ডা: দিলীপের কুকথার পাল্টা ধুয়ে দিলেন সোহম

 

spot_img

Related articles

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই...

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...