এ বার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)কে কটাক্ষ করলেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)। দমদমের সাংসদ বলেন, অর্জুন সিং-এর ব্যক্তিগত কোনও ক্যারিশমা নেই । গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । এ বার তৃণমূল কংগ্রেসের ক্যারিশমাতে তিনি জিতবেন ।

সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেছিলেন যে, ২০১৯ সালে তৃণমূলের বিরুদ্ধে তৈরি হওয়া চোরাস্রোতকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । বিষয়টি নিয়ে সৌগত রায় বলেন, “ওই সময় হিন্দি ভাষাভাষীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি একটু সমর্থন ছিল । তবে দলে কোনও চোরাস্রোত ছিল না । আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্জুন সিং-এর কোনও ব্যক্তিগত ক্যারিশমা নেই । তিনি এখন তৃণমূলে এসেছেন বটে । তবে এ বার তিনি জিতবেন তৃণমূলের সমর্থনের জন্য । গতবার জিতেছিলেন নরেন্দ্র মোদির সমর্থনের জন্য ।”
এই বক্তব্যের পালটা প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের সাংসদ বলেন, “সৌগতদা সিনিয়র লিডার । তিনি কি বলেছেন, কেন বলেছেন আমি জানি না । তাঁর বক্তব্যের বিরোধিতাও আমি করব না । তবে সে সময় আমার যা উপলব্ধি হয়েছে আমি তাই বলেছি । সত্যি কথা বলতে কী, আমাদের নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে । কোথাও যদি ভুল হয় সেটাকে মেরামত করতে হবে । সেই লক্ষ্য থেকেই আমার এই বক্তব্য ।”

যে বিজয়া সম্মেলনী থেকে অর্জুন সিং এই বক্তব্য রেখেছেন সেখানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ।এই বিষয়ে তিনি বলেন, সবটাই মিডিয়ার কারসাজি । আসলে এ সব করে সংবাদ মাধ্যমগুলি তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করছে । এই দলটার অভিভাবিকার নাম মমতা । এখানে এভাবে দ্বন্দ্ব (TMC Factionalism) তৈরি করা যাবে না ।”
