Friday, November 14, 2025

#জমি চোর বুদ্ধ: সিঙ্গুর নিয়ে বিগত বাম সরকারকে আক্রমণে টুইটার ট্রেডিংয়ের আর্জি দেবাংশুর

Date:

Share post:

আমি নই, টাটাদের তাড়িয়ে ছিল সিপিএম- শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্লোগান হল ‘জমি চোর বুদ্ধ’ (#JomiChorBuddho)। যুব তৃণমূল কংগ্রেসের স্লোগান “জমি চোর বুদ্ধ” এখন টুইটার ট্রেন্ডে বাংলায় ১ নম্বর। শুক্রবার দিনভর এক লাখেরও বেশি মানুষ টুইট করেছেন “#JomiChorBuddho”। গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই প্রচারে। টুইটারে ‘#JomiChorBuddho’ (‘জমি চোর বুদ্ধ’) হ্যাশট্যাগ ট্রেন্ডংয়ের ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, ‘ভারত জুড়ে রব উঠেছে #JomiChorBuddho আপনিও সামিল হোন।’

 

তবে, বাংলায় নয়, দেশ ও দেশের বাইরেও ট্রেন্ডিং-এ রয়েছে এই স্লোগান। কিন্তু জমি চোর বুদ্ধ কেন? যুব তৃণমূল (TMC) নেতা ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) জানিয়েছেন, ১৯ অক্টোবর শিলিগুড়ির কাওখালিতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বলেন, টাটকে তিনি নন, সিপিএম তাড়িয়েছে। এরপরই হৈচৈ শুরু করে দেয় সিপিএম। সোশাল মিডিয়া সহ নানা জায়গায় ব্যঙ্গ- বিদ্রুপ সহ ব্যক্তিগত আক্রমণ শুরু করে তারা। কিন্তু যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে সবে ঢুকেছে, সদ্য রাজনীতির আঙিনায় পা দিয়েছে তাঁরা সিঙ্গুরে কৃষকদের জমি দখল করে টাটাদোর দিয়ে সেখানো ন্যানো গাড়ির কারখানা করার বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ সিপিএমের নেতারা জমি চুরির আসল বিষয়টি এঁদের খোলসা করেননি৷ সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি দখলকে অবৈধ বলে ঘোষণা করেছে। অর্থাৎ তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জোর করে কৃষকদের জমি কেড়ে নিয়েছিল। জমি চুরি করেছিল। তাই তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়ায় বলছে “জমি চোর বুদ্ধ”। যা এখন বাংলয় টপ ট্রেন্ডিং রয়েছে।

তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাটারা শিল্প করুন কিন্তু এক হাজার একরে নয়। চারশো একর ফেরত দিয়ে বাকি ছশো একরে শিল্প হোক৷ কিন্ত রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় রাজভবনে সিঙ্গুর নিয়ে যে চুক্তি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর সরকার সেই চুক্তি মানেননি। ফলে টাটারা চলে যায়। সিপিএম নিজেদের একগুয়েমি জেদ ও ইগো ছেড়ে বেরোতে পারেনি৷ যার ফল যা হওয়ার তাই হয়েছে। এখন সেসব ভুলিয়ে দিয়ে নতুন ছেলেমেয়েদের খেপিয়ে তুলছে পুরনো সিপিএমরা। তাই তো প্রয়োজন #JomiChorBuddho।

দেবাংশুর পাশাপাশি তৃণমূলের একটি ফ্যানপেজের পক্ষ থেকে আবার বলা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়: সকলকে জমি ফিরিয়েছেন। সিপিএম: মানুষের জমি চুরি করেছে।“ ওই ফ্যানপেজের অপর একটি পোস্টে আবার লেখা হয়, “চাষিদের উপর অত্যাচার, ধর্ষণ; পুলিস দিয়ে অত্যাচার; সিপিএমের ক্যাডার দিয়ে অত্যাচার – সিঙ্গুরে কিছুই বাকি রাখেননি #জমি চোর বুদ্ধ।“

আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে ঘোলা জলে মাছ ধরছে বিরোধীরা: তীব্র আক্রমণ বুদ্ধিজীবীদের

 

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...