আজ সূর্যগ্রহণ, জেনে নিন কখন কোথায় কতক্ষণ দেখা যাবে এই গ্রহণ

দেশজুড়ে আলোর উৎসবের রেশ। তার মাঝেই সূর্যকে আড়াল করবে চাঁদ। আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে। ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই গ্রহণ দেখা যাবে। বাংলায় গ্রহণ দেখা যাবে ৪টে ৫২ মিনিট নাগাদ। কলকাতায় গ্রহণ দেখা যেতে পারে মাত্র ১২ মিনিট। তবে আকাশ মেঘলা থাকলে গ্রহণ নাও দেখা যেতে পারে।

আরও পড়ুন: Solar Eclipse: রাত পোহালেই বছরের প্রথম সূর্যগ্রহণ! কী হবে শনিবার সকালে?

মঙ্গলবারে গ্রহণ যেহেতু খণ্ডগ্রাস, ফলে সূর্য পুরোপুরি আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই। কিছুটা অংশই ঢাকা পড়বে। অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে। কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৪ মিনিট। কলকাতায় ১২ মিনিটের কাছাকাছি গ্রহণ দেখা যেতে পারে।

তবে দিল্লি ও মুম্বইয়ে এক ঘণ্টার বেশি সময় গ্রহণ দৃশ্যমান হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ বাদ দিয়ে গোটা দেশেই গ্রহণ দেখা যাবে। এছাড়া ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকাতেও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

Previous articleডিসেম্বর মাসের মধ্যে তৃণমূলের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত বিজেপির, সঙ্গী সিপিএম!
Next articleইডি হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের মানিককে আদালতে পেশ