বাড়িতে নেই সুকন্যা, ইডির তলবে হাজিরা দেবেন অনুব্রত-কন্যা?

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে আজ, বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তবে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। সেকারণে ইডির দফতরে তিনি হাজিরা দেবেন কিনা সেনিয়ে এখনও সংশয় রয়েছে।

আরও পড়ুন:Enforcement Directorate: আয় ব্যয়ের নথি মেলাতে এবার সুকন্যা মণ্ডলকে তলব ইডির 

গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যাকেও একাধিকবার তলব করে ইডি। এমনকি সুকন্যাকে বাড়িতেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। কেন্দ্রীয় সংস্থার দবি, সুকন্যার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে সুকন্যা কী করে এত পরিমাণ সম্পত্তির অধিকারী হলেন, তা জানতে চেয়ে সুকন্যাকে নথিসহ দিল্লিতে তলব করে ইডি। তবে ভিনরাজ্যে থাকায় সুকন্যা সেখানে হাজিরা দিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

সুকন্যার ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা, সুকন্যার এক বান্ধবী মারণ রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাতে বেশ কিছু দিন হল রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। এখনও ফেরেননি। সে কথাই তিনি সিবিআই-কে ই-মেল করে জানিয়েছিলেন। সূত্রের খবর, সেই একই কারণে ইডি-র দফতরেও তিনি হাজির হতে পারবেন না।

Previous article৪৭ জনের স্টিয়ারিং কমিটি গড়লেন কংগ্রেস সভাপতি খাড়গে, বাংলা থেকে একমাত্র অধীর
Next articleকেজরিওয়ালের পাল্টা নীতীশ! ভারতীয় নোটে ছত্রপতি শিবাজির ছবি ছাপানোর নিদান