প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষিকে ফোন মোদির, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা

0
1

শুক্রবার শপথ গ্রহণ করবেন ঋষি সুনক। তার আগে বৃহস্পতিবার ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রথম বার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দুই রাষ্ট্রনেতার কথা হল টেলিফোনে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:জামাই হিসেবে তাঁকে মানতে নারাজ ছিলেন ইনফোসিস কর্তা, কেমন ছিল ঋষির প্রেম কাহিনী

এই সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওঁকে অভিনন্দন জানালাম। আমরা একসঙ্গে কাজ করব আমাদের কৌশলি অংশীদারিত্বকে আরও মজবুত করে তুলতে। পাশাপাশি সমতাযুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব সম্পর্কেও আমরা একমত হয়েছি।’
অন্যদিকে, মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ঋষি সুনকও। টুইটারে লিখেছেন, ‘‘আমি নতুন দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতিতে আপনার বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রিটেন এবং ভারত অনেক কিছুই ভাগাভাগি করে নেয়। আগামী দিনে আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে। তার ফলে লাভবান হবে আমাদের দুই দেশের গণতন্ত্র। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত।’’

প্রসঙ্গত, ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি। কিন্তু এদিনের কথোপকথনের পর তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বাড়ল।