Thursday, August 21, 2025

শনিবার ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডল

Date:

Share post:

পুজোর ছুটি শেষ, ফের স্বাভাবিক কর্মজীবনে ফিরছেন সবাই। ছুটির মরশুম কাটিয়ে আদালত (Court) খুলতেই একের পর এক মামলার শুনানি শুরু হয়েছে। আজ শনিবার গরু পাচার (Cattle Smuggling) মামলায় ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এই নিয়ে যারা ৩৮ দিন জেলবন্দি অনুব্রত। আজ কি তিনি জামিন পাবেন? অনুব্রত অনুরাগীরা তাকিয়ে আদালতের (Court) রায়ের দিকে।

পুজোর আগে আদালতে জামিনের আবেদন খারিজ হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। তারপর ছুটি পড়ে গেছিল। তাই অগত্যা জেলেই পুজো ভাইফোঁটা কাটাতে হল অনুব্রত মণ্ডলকে। এ কদিনে আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় প্রায় ১০ কেজি ওজন কমেছে। ভাইফোঁটার দিন প্রত্যেক বন্দির জন্য মধ্যাহ্নভোজের মেনু হিসেবে ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও মিষ্টি রাখা হয়েছিল। জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ফ্রায়েড রাইস, মুরগির মাংস দুপুরে খাননি। এই সবের পরিবর্তে নিরামিষ খাবার খান। তবে অনুব্রত মণ্ডলের মন পড়ে আছে এখন দিল্লির দিকে, বলছেন অনেকেই। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mondal) আগামী ২ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। সবমিলিয়ে বেশ কিছুটা চিন্তায় রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ ফের তাঁর আইনজীবী জামিনের আবেদন করবেন বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে কী চার্জশিট জমা দেয় বা আদৌ কিছু দিতে পারে কিনা সেটাই দেখার।

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...