টি-২০ বিশ্বকাপে ধাক্কা ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারল রোহিতরা

এই হারের ফলে সেমিফাইনালের রাস্তা কিছুটা কঠিন হয়ে উঠল বিরাট-রোহিতদের।

রবিবার টি-২০ বিশ্বকাপে তৃতীয় ম‍্যাচে ধাক্কা খেল ভারতীয় দল। এদিন পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারল রোহিত শর্মারা। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন একমাত্র সূর্যকুমার। এই হারের ফলে সেমিফাইনালের রাস্তা কিছুটা কঠিন হয়ে উঠল বিরাট-রোহিতদের।

রবিবার পার্থে টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচ খেলতে নামে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৩৩ রান টিম ইন্ডিয়ার। আজও ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল। মাত্র ৯ রান করেন তিনি। ভারতের হয়ে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ৬৮ রান করেন তিনি।

প্রথম দুই ম‍্যাচে দুরন্ত জয়ের পর রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব‍্যাকফুটে চলে যায় রোহিত শর্মার দল। ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১৫ রান করেন ভারত অধিনায়ক। এরপর পরই আউট হন কে এল রাহুল। মাত্র ৯ রান করেন তিনি। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ  রাহুল। ১০ বলে ১২ রান করে আউট হন বিরাট কোহলি। ৬ রানে আউট হন দিনেশ কার্তিক। ৭ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে একা লড়াই চালান সূর্যকমার যাদব। ৬৮ রান করেন তিনি।

লুঙ্গি এনগিদির এক ওভারেই দুই উইকেট হারায় ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে দুই উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেন। শর্ট বলে পুল মারতে গিয়ে এনগিদির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ব্যাক অফ লেংথ ডেলিভারিতে রাহুলকে আউট করেন লুঙ্গি। অফ সাইডের বল থার্ড ম্যানের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন রাহুল। বল ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়ানো এইডেন মার্করামের হাতে ক্যাচ চলে যায়।

বিরাট নেমে দারুণ কিছু শট খেলেন। তবে শর্ট বলে আউট হন তিনি। উইকেট তুলে নেন সেই লুঙ্গি। রান করতে পারেননি আজকের ম্যাচে সুযোগ পাওয়া দীপক হুডাও। ৩ বল খেলে কোনও রান না করেই আউট হন তিনি। অ্যানরিচ নর্টজের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। লুঙ্গির বলে আউট হন হার্দিক পান্ডিয়াও। চার উইকেট নেন লুঙ্গি। তিন উইকেট নেন পার্নেল।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ব‍্যাট করতে নেভে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ১ রানে আউট হন কুইন্টন ডি কক। ১০ রান করেন বাভুমা। মাক্রাম করেন ৫২ রান। মিলার ৫৯ রানে অপরাজিত। ভারতের হয়ে দুই উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৩ রান টিম ইন্ডিয়ার, অর্ধশতরান সূর্যকুমার যাদবের, ব‍্যর্থ রাহুল

 

 

Previous articleগুজরাটে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা! নদীতে পড়ে যান ৪০০-এর বেশি মানুষ
Next articleমেদিনীপুরে ছট পুজোর অনুষ্ঠানে বিপত্তি! বিধায়ক জুন মালিয়ার উপস্থিতিতে ভেঙে পড়ল মঞ্চ