Wednesday, January 14, 2026

জগদ্ধাত্রী পুজোঃ চন্দননগরের সেরা ১০টি পুজোকে ‘চন্দননগর শ্রী’ খেতাব

Date:

Share post:

চন্দননগর পৌরনিগামের উদ্যোগে এই বছর ফের চালু করা হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সেরার সেরা সম্মান। বিগত দুই বছর করোনার জন্য চন্দননগর শ্রী খেতাব বন্ধ থাকলেও এই বছর থেকে ফের চালু হল চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সেরা সেরা পুজোর সম্মান। চন্দননগরে এবারে দশটি পুজো কমিটি চন্দননগর শ্রী পুরস্কার এর জন্য মনোনীত হয়েছে। প্রথম হয়েছে পুরশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি, দ্বিতীয় হয়েছে উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, তৃতীয় হয়েছে বিন্দুবাসিনিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, চতুর্থ হয়েছে হালদারপাড়া আদি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, পঞ্চম হয়েছে বালক সমিতি পুজো কমিটি, ষষ্ঠ হয়েছে বেসোহাটা পুজো কমিটি, সপ্তম হয়েছে গৌরহাটি পুজো কমিটি, অষ্টম হয়েছে গোন্দলপাড়া রাধনাথ শিকদার রোড পুজো কমিটি, নবম হয়েছে সুকসনাতনতলা ধর্মতলা পুজো কমিটি, এবং দশম হয়েছে শীতলাতলা জগদ্ধাত্রী পুজো ও উন্নয়ন কমিটি।

এদিন চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে জানান গত দুই বছর করোনা এর কারণে চন্দননগর শ্রী পুরস্কার প্রদান বন্ধ ছিলো। কিন্তু এই বছর থেকে সেটা আবার শুরু করা হলো। এবছর চন্দননগর শ্রী পুরস্কার এর জন্য পরিবেশের উপর জোর দেওয়া হয়েছে। যে সমস্ত পুজো কমিটিগুলির থিম পরিবেশের উপর সেই সব পুজোগুলি থেকে দশটি পুজোকে বেছে নিয়ে এই পুরস্কার এর জন্য মনোনীত করা হয়। পুজোর শেষে চন্দননগর রবীন্দ্রভবন থেকে এই পুজো কমিটিগুলির হাতে চন্দননগর শ্রী পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান মেয়র রাম চক্রবর্তী। এদিনের সাংবাদিক বৈঠকে ৩১ টি পুজো কমিটিকে সংবর্ধনাও দেওয়া হয়।

আরও পড়ুন- গুজরাতে সেতু দুর্ঘটনা ইস্যুতে তাপস রায়ের নিশানায় মোদি! কী বললেন তৃণমূল নেতা?

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...