Friday, January 2, 2026

কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

উৎসবের মরসুম প্রায় শেষ। আগেই তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছিলেন পুজো মিটলেই জোরকদমে চালু হবে রাজনৈতিক কর্মকাণ্ড। সেই মতো কাজ শুরু করেছে রাজ্যের শাসকদল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ডিসেম্বর থেকেই কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেকের। সোমবার রাতেই অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে পূর্ব মেদিনীপুরের জেলার তৃণমূল নেতৃত্বকে ফোন করে জানানো হয়েছে।

৩ ডিসেম্বর কাঁথিতে (Kanthi) জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক করারও কথা রয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে রূপরেখা অভিষেক বাতলে দেবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ডিসেম্বরের ধুঁয়ো বেশ কিছুদিন ধরেই তুলছে বিজেপি (BJP)। তার মূল হোতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shudhendu Adhikari)। বিশেষজ্ঞ মহলের মতে, অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথিতে গিয়েই সেই অপপ্রচারের জবাব দিতে চান অভিষেক।

আমেরিকা থেকে চোখের জটিল অপারেশন সেরে কলকাতায় ফিরে নিজের লোকসভা কেন্দ্রে প্রথম বিজয়া সম্মেলনী করবেন অভিষেক। ৪ নভেম্বর ডায়মন্ড হারবারে সেই কর্মসূচি হবে। তারপরেই বড় কর্মসূচি কাঁথির জনসভা। জেলার এক বিধায়ক জানান, কর্মসূচির স্থান এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে অভিষেক যে আসবেন তা তাঁদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। গত পুর ভোটে কাঁথিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। ফলে শুভেন্দুর জায়গাতেই বিজেপি-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেকের সভায় বিপুল জনসমাগমের আশা তৃণমূল নেতৃত্বের।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...