Friday, December 12, 2025

কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

উৎসবের মরসুম প্রায় শেষ। আগেই তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছিলেন পুজো মিটলেই জোরকদমে চালু হবে রাজনৈতিক কর্মকাণ্ড। সেই মতো কাজ শুরু করেছে রাজ্যের শাসকদল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ডিসেম্বর থেকেই কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেকের। সোমবার রাতেই অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে পূর্ব মেদিনীপুরের জেলার তৃণমূল নেতৃত্বকে ফোন করে জানানো হয়েছে।

৩ ডিসেম্বর কাঁথিতে (Kanthi) জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক করারও কথা রয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে রূপরেখা অভিষেক বাতলে দেবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ডিসেম্বরের ধুঁয়ো বেশ কিছুদিন ধরেই তুলছে বিজেপি (BJP)। তার মূল হোতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shudhendu Adhikari)। বিশেষজ্ঞ মহলের মতে, অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথিতে গিয়েই সেই অপপ্রচারের জবাব দিতে চান অভিষেক।

আমেরিকা থেকে চোখের জটিল অপারেশন সেরে কলকাতায় ফিরে নিজের লোকসভা কেন্দ্রে প্রথম বিজয়া সম্মেলনী করবেন অভিষেক। ৪ নভেম্বর ডায়মন্ড হারবারে সেই কর্মসূচি হবে। তারপরেই বড় কর্মসূচি কাঁথির জনসভা। জেলার এক বিধায়ক জানান, কর্মসূচির স্থান এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে অভিষেক যে আসবেন তা তাঁদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। গত পুর ভোটে কাঁথিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। ফলে শুভেন্দুর জায়গাতেই বিজেপি-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেকের সভায় বিপুল জনসমাগমের আশা তৃণমূল নেতৃত্বের।

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...