এসটিএফের তৎপরতায় শাসনে বিপুল অস্ত্র উদ্ধার

তের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, একটি রাইফেল, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা। 

শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করল STF। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সুকুর আলিকে গ্রেফতার করে পুলিশ (Police) । ধৃতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, একটি রাইফেল, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা।

সূত্রের খবর, শাসন পঞ্চায়েত ডেউপুকুর গ্রামের তৃণমূল সুকুর আলি দীর্ঘদিন ধরেই তৃণমূল করতেন। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে কলকাতা থেকে শাসনে যায় এসটিএফ-এর একটি দল। এরপর শাসন থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে তল্লাশিতে অস্ত্র উদ্ধার হয়। তল্লাশির সময় বাড়িতেই ছিলেন সুকুর আলি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক মজুত রাখার ১৯০৮ সালের আইনে মামলা দায়ের হয়েছে। কী উদ্দেশ্যে ওই অস্ত্র মজুত করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

 

Previous articleইডিকে টক্কর দিয়ে কালো টাকা উদ্ধার কলকাতা পুলিশের সিএ নিয়োগ করল লালবাজার
Next articleDengue Update: কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যু এক বাংলাদেশি মহিলার