Thursday, January 1, 2026

শিলিগুড়িতে ডেঙ্গির বলি পুরসভার সাফাইকর্মী! বিক্ষোভ বিজেপির  

Date:

Share post:

ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) এক সাফাইকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। জানা গিয়েছে, সাফাই কর্মী দিলীপ রাউত সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ভর্তি হন। কিন্তু বৃহস্পতিবার আচমকা মৃ*ত্যু হয় পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড টিকিয়াপাড়ার বাসিন্দা ওই কর্মীর।

২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সম্প্রীতা দাস জানান, বিগত ৩ দিন ধরে জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ওই সাফাইকর্মী। প্লেটলেট (Platelet) অনেকটাই নেমে গিয়েছিল তাঁর। বৃহস্পতিবারই ১৫ বোতল রক্ত দেওয়া হয়েছিল। আজ আরও ৪ বোতল রক্ত মজুত করা হয়েছিল। তবে তাঁর ওয়ার্ডে আর কেউ জ্বরে আক্রান্ত নেই। একজনের মৃত্যু হওয়ায় এলাকায় আরও সচেতনতায় জোর দেওয়া হবে।

তবে উত্তরবঙ্গে ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য পুরসভার উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (Siliguri MLA) শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখিয়ে শঙ্কর জানান, রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারস্থ হয়ে শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশদে জানাতে হবে কারণ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে এই শহর।

এদিন পুরসভা কর্মীর মৃত্যুর পর তাঁর বাড়ির সামনের আবর্জনার ছবি ফোনে রেকর্ড করেন বিধায়ক শঙ্কর। আর সেই ভিডিও দেখিয়েই এদিন পুরসভা ভবনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে বিজেপি বিধায়ককে পাল্টা কটাক্ষ করে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, উনি কেন্দ্র কেন হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)-র দ্বারস্থ হতে পারেন। কলকাতায় দলীয় কিছু কর্মসূচি ছাড়া ওঁকে তো শহরে দেখাই যায় না। পাশাপাশি বিজেপি মৃ*ত্যু নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...