Friday, December 12, 2025

শিলিগুড়িতে ডেঙ্গির বলি পুরসভার সাফাইকর্মী! বিক্ষোভ বিজেপির  

Date:

Share post:

ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) এক সাফাইকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। জানা গিয়েছে, সাফাই কর্মী দিলীপ রাউত সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ভর্তি হন। কিন্তু বৃহস্পতিবার আচমকা মৃ*ত্যু হয় পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড টিকিয়াপাড়ার বাসিন্দা ওই কর্মীর।

২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সম্প্রীতা দাস জানান, বিগত ৩ দিন ধরে জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ওই সাফাইকর্মী। প্লেটলেট (Platelet) অনেকটাই নেমে গিয়েছিল তাঁর। বৃহস্পতিবারই ১৫ বোতল রক্ত দেওয়া হয়েছিল। আজ আরও ৪ বোতল রক্ত মজুত করা হয়েছিল। তবে তাঁর ওয়ার্ডে আর কেউ জ্বরে আক্রান্ত নেই। একজনের মৃত্যু হওয়ায় এলাকায় আরও সচেতনতায় জোর দেওয়া হবে।

তবে উত্তরবঙ্গে ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য পুরসভার উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (Siliguri MLA) শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখিয়ে শঙ্কর জানান, রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারস্থ হয়ে শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশদে জানাতে হবে কারণ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে এই শহর।

এদিন পুরসভা কর্মীর মৃত্যুর পর তাঁর বাড়ির সামনের আবর্জনার ছবি ফোনে রেকর্ড করেন বিধায়ক শঙ্কর। আর সেই ভিডিও দেখিয়েই এদিন পুরসভা ভবনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে বিজেপি বিধায়ককে পাল্টা কটাক্ষ করে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, উনি কেন্দ্র কেন হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)-র দ্বারস্থ হতে পারেন। কলকাতায় দলীয় কিছু কর্মসূচি ছাড়া ওঁকে তো শহরে দেখাই যায় না। পাশাপাশি বিজেপি মৃ*ত্যু নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

spot_img

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...