আচমকা ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire incident)। অল্পের জন্য রক্ষা পেল শালিমার এক্সপ্রেস (Shalimar Express)। কোনওরকমে আগুন লেগে যাওয়া কামরাটিকে বাকি ট্রেন (Train)থেকে আলাদা করা হয়। যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের বাকি যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার নাসিকের (Nasik) কাছে।

রেল দফতর সূত্রে খবর, এদিন সকাল ৮ টা ৪৫ নাগাদ আচমকাই লোকমান্য তিলক টার্মিনাসগামী (Lokmanya Tilak Terminus) শালিমার এক্সপ্রেসের (Shalimar Express) মালবাহী কামরায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভয়ানক আকার নেয় সেই আগুন। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত জ্বলন্ত কামরাটিকে বাকি ট্রেন থেকে আলাদা করা হয়। যাত্রীবাহী কামরা অবধি আগুন পৌঁছানোর আগেই জ্বলন্ত কামরাটিকে আলাদা করায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। সময় মতো ব্যবস্থা নেওয়ার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি ট্রেনটিরও।

আগুন লাগার খবর পেয়ে পাশেরই আহমেদনগর গোডাউনে এসে পৌঁছয় পুনে দমকলবাহিনীর ৫টি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিছুটা বিলম্ব হলেও রেল দফতরের তৎপরতায় লোকমান্য তিলক টার্মিনাসের উদ্দেশে শালিমার এক্সপ্রেসকে রওনা করে দেওয়া হয়।
