Thursday, November 13, 2025

টুইটারের পর এবার কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মেটা। মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ জানান, আজ, বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হচ্ছে। বিগত এক বছরে সোশ্যাল মিডিয়া সংস্থা যে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তার জেরেই খরচ কমাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ মেটার অধীনে থাকা একাধিক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মেটা-র একটি অভ্যন্তরীণ মিটিং হয়েছে। সেখানে কয়েকশো এক্সিকিউটিভের সামনে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন মেটা-র সিইও মার্ক জুকারবার্গ। সমস্ত দায়ভার নিজের উপরেই নিয়েছেন তিনি। সংস্থা যে সমস্ত ভুল পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারেও নিজেকেই দায়ী করেছেন মার্ক জুকারবার্গ।

সূত্রের খবর, মেটা-র আওতায় সব মিলিয়ে এখন প্তায় ৮৭,০০০ কর্মী রয়েছেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকার কারণেই এই ছাঁটাই হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। মার্ক জুকারবার্গ এখনও কর্মী ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও মনে করা হচ্ছে, অন্তত কয়েক হাজার কর্মী কর্মসংস্থান হারাবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরই জুকারবার্গ মেটা সংস্থার কর্মীদের ছাঁটাই নিয়ে সতর্ক করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই ও একাধিক বিভাগে রদবদল করা হবে। গত সেপ্টেম্বর থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত করে দেওয়া হয়। ২০২৩ সালের মধ্যে মেটা সংস্থার কর্মীসংখ্যা অনেকটাই কমিয়ে ফেলা হবে বলে জানিয়েছিলেন জুকারবার্গ।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version