ভারতীয় দলের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর

এখানেই না থেমে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন গাভাস্কর। তিনি বলেন,"ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার অধিনায়কত্ব করেই হার্দিক পান্ডিয়া বিজয়ী হয়েছে।

গতকাল টি-২০ বিশ্বকাপে ইংল‍্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। ইংরেজদের বিরুদ্ধে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। আর এরপরই একাধিক প্রশ্ন উঠছে হার নিয়ে। আর এবার টিম ইন্ডিয়ার হার নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি বলেন, বর্তমান ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। তিনি দলের সমস্যা এবং তাঁর সমাধান দুই বিষয় নিয়েই কথা বলেন।

এক অনুষ্ঠানে সুনীল গাভাস্কর বলেন, “ভারতীয় দলে এখন বেশকিছু ৩০ বছর উর্দ্ধ বয়সী ক্রিকেটার রয়েছেন, তাঁরা টি-২০ দলের জন্য নিজেদের অবস্থান নিয়ে ভাববেন। কিছু ক্রিকেটার অবসর নিতে পারেন।”

এখানেই না থেমে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন গাভাস্কর। তিনি বলেন,”ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার অধিনায়কত্ব করেই হার্দিক পান্ডিয়া বিজয়ী হয়েছে। ভারতীয় দলের উচিত পরবর্তী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে করা। হার্দিক অবশ্যই ভবিষ্যতে দলের দায়িত্ব নেবেন।”

আরও পড়ুন:সেমিফাইনালের হারের পর হতাশ কোহলি, সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা

 

Previous articleনয়ডায় গাড়ি থেকে উদ্ধার ২ কোটির বেশি নগদ! পুলিশের জালে বাংলার ১ সহ মোট ৮
Next articleনেতার বউ-বোনেরা পঞ্চায়েতে প্রার্থী নয়, গ্রুপবাজি বন্ধ করার হুঁশিয়ারি বিধায়ক জুন মালিয়ার