Wednesday, December 3, 2025

বিজেপির বাংলা ভাগের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে বাংলা পক্ষর মিছিল জলপাইগুড়িতে

Date:

Share post:

ক্ষোভের রাজনীতি করে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি বাংলাকে আবারও ভাগ করতে চায়। বাংলা পক্ষ বাংলা ভাগ হতে দেবে না। জেলায় জেলায় বাংলা পক্ষ লড়ছে। বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে জলপাইগুড়িতে বিশাল মিছিল করলো বাংলা পক্ষ। শহরের সমাজপাড়া এলাকায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মিছিল শুরু হয়। মিছিলের অংশ নেয় বাঙালি, রাজবংশী সহ শয়ে শয়ে ভূমিপুত্র। মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। মিছিলে হাঁটেন বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, জলপাইগুড়ি জেলার সম্পাদক অভিষেক মিত্র মজুমদার। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী ও জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ও সমর্থকরা। মিছিল ঘিরে জলপাইগুড়ির মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

মিছিলের পর সভা হয় জলপাইগুড়ি শহরে সমাজপাড়া মোড়ে। গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি বাংলাদেশের দালাল ও পশ্চিমবাংলার শত্রু। তাই বাংলাকে শুকিয়ে তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিতে চায়। তারা নেপাল বর্ডার খোলা রেখে নেপাল থেকে বিদেশী ঢুকিয়ে ও বিহার-ইউপি থেকে বহিরাগত ঢুকিয়ে এই জেলা গুলোয় বাঙালি সহ ভূমিপুত্রদের সংখ্যালঘু করতে চায় এবং বাংলা ভাগ করতে চায়। বাংলা পক্ষ বাংলা ভাগ হতে দেবে না, তার জন্য প্রতিটা প্রান্তে লড়াই শুরু হয়ে গেছে।”

বাংলা পক্ষর তরফে কৌশিক মাইতি বলেন, “বাংলা পক্ষ ভূমিপুত্রদের মধ্যে বিভেদ চায় না। বাংলা পক্ষ কলকাতা কেন্দ্রিকতা ধ্বংস করে প্রতিটা জেলার ও প্রতিটা ভূমিপুত্রর উন্নয়ন চায়। তাই আমরা দ্বিতীয় AIIMS চায়, জলপাইগুড়ি, শিলিগুড়িতে লোকাল ট্রেন চাই সহ নানা দাবিতে লড়ছে বাংলা পক্ষ। আমরা রক্ত দেব, কিন্তু বাংলা ভাগ হতে দেব না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার সহ বাংলা জুড়ে লড়ছি।”

জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার জেলার প্রতিটা ভূমিপুত্রকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই ভয়ংকর চক্রান্তকে ব্যর্থ করার আহ্বান জানান। তিনি বাঙালি-রাজবংশী ঐক্যের জন্য কাজ করবেন বলে জানান। তিনি বিশেষ করে বাঙালিদের উদ্দেশ্যে বলেন, “বাংলা ভাগের মতো ভয়ংকর কিছু হলে বাংলার বাঙালির অবস্থা আসামের বাঙালিদের থেকেও খারাপ হবে। বাঙালি সংখ্যালঘু হয়ে যাবে। বাঙালি ডিটেনশন ক্যাম্পে যাবে। সব দখল হয়ে যাবে। আমরা এটা হতে দিতে পারি না।”

এছাড়া দুর্গাপুজোর বিসর্জনের সময় মালবাজারে হড়পা বানে প্রচুর মানুষের মৃত্যু হয়। সেই বিপদের সময় যারা বীরের মতো মানুষকে উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছিলেন তাদের “বঙ্গবীর পদক” প্রদান করা হয়। তাদের পদক পরিয়ে দেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বঙ্গবীরদের নাম- তরিকুল ইসলাম, মোহাম্মদ রাজা, ফরিদুল ইসলাম, মনোজ মুন্ডা, রেজাউল হক।

বিভেদ নয়, সৌভ্রাতৃত্বের জন্য লড়াই করছে বাংলা পক্ষ। ক্ষোভের রাজনীতি নয়, বাংলা পক্ষ বাংলার প্রতিটা জেলার উন্নয়ন চায়। যাতে বাংলার প্রতিটা ছেলেমেয়ে বাংলাতেই কাজ পায়, সে জন্য সমস্ত বেসরকারি চাকরি, ঠিকা কাজ, টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা ব্যাপী লড়াই করছে। বাংলা পক্ষ চায়-

১. প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা কেন্দ্র প্রতিটা জেলা সদরে থাকতে হবে। দূরের জেলা থেকে কাউকে কলকাতা যেতে না হয়।

২. বিহার, ইউপি বাংলার থেকে কম ট্যাক্স দিলেও বিহারে দুটো, ইউপিতে ৩ টা AIIMS আছে। কিন্তু বাংলায় একটা কেন? রায়গঞ্জ বা জলপাইগুড়িতে দ্বিতীয় AIIMS চায় বাংলা পক্ষ। এ ব্যাপারে বিজেপি সাংসদরা চুপ কেন?

৩. তিস্তার জল বাংলাদেশকে দিয়ে বাংলার উপরের দিকে ৮ টা জেলাকে শ্মশান বানানো যাবে না। তিস্তা জলবন্টন চুক্তির বিরুদ্ধে লড়ছে বাংলা পক্ষ।

৪. NJP কে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক চালুর দাবিতে বাংলা পক্ষ লড়াই করছে৷ রেল আধিকারিকদের ইতিমধ্যে ডেপুটেশন দেওয়া হয়েছে।

৫. কেন্দ্র সরকারের কাছে দাবি, বাংলা, হিন্দি, তামিল, নেপালী ইত্যাদি ভাষার সম মর্যাদার রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে যোগ করতে হবে।

৬. জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ভূমিপুত্রদের কাজ ও চাকরি দিতে হবে। বিহার-ইউপি থেকে লোক আমদানি করা যাবে না।

৭. কলকাতা থেকে জলপাইগুড়ি, বালুরঘাট ও কোচবিহার আরও তিনটি নতুন ট্রেনের দাবিতে আন্দোলন করছে বাংলা পক্ষ।

৮. দিল্লির দ্বারা বাংলায় হিন্দি চাপিয়ে দেওয়া যাবে না।

৯. শিলিগুড়ি মোড় কে চক করা হয়েছে, চক গুলিকে আবার মোড় করতে হবে।

১০. চিলা রায় ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে বাংলা জুড়ে সরকারি ছুটি দিতে হবে।

আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ চাই না’, বিজেপির বিভাজননীতির বিরোধীতায় হাজার কিমি হাঁটবে তৃণমূল

 

spot_img

Related articles

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...