Saturday, May 3, 2025

বিধানসভা ভোটের আগে মেঘালয়ের তুরাতে তৃণমূলের কার্যালয় উদ্বোধন অভিষেকের

Date:

Share post:

দুদিনের সফরে মেঘালয় পৌঁছে তুরাতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, রাত আটটা নাগাদ গারো হিলসের তুরায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এদিন বিকেলের বিমানে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে মেঘালয়ের তৃণমূলের সহসভাপতি তথা বিধায়ক জর্জ বি লিংডোহ এবং অসমের তৃণমূলের সভাপতি রিপুন বোরা তাঁকে স্বাগত জানান। সেখানে থেকে তুরায় যান অভিষেক। নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলীয় কার্যালয়টি ঘুরে দেখেন অভিষেক। কিছুক্ষণ সেখানেই কাটান তিনি।

অসম, ত্রিপুরার পর এবার তৃণমূলের (TMC) নজরে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়। সেখানে সামনে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করার লক্ষ্যে মেঘালয় (Meghalaya) গিয়েছেন অভিষেক। শুক্রবার সকাল ১১টায় চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। বেলা সাড়ে বারোটায় তুরার ল’কলেজের মাঠে জনসভা। দুপুর আড়াইতে সাংবাদিক বৈঠক। শুক্রবার কলকাতায় ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক জানিয়েছিলেন, শুধুমাত্র অন্য রাজ্যে দু-একটা আসন পাওয়াই নয়, বাংলার বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। সেই মতো ত্রিপুরা, অসম, গোয়া-সহ বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত করেছে তৃণমূল। এবার লক্ষ্য মেঘালয়। সেখানে বিধানসভায় এই মুহূর্তে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। সামনেই সেখানে বিধানসভা নির্বাচন। এই সফরে মেঘালয়ে দলের কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:ধাপে ধাপে ব্যবস্থা নেবে দল: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আগ্রহীদের বার্তা কুণালের

 

 

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...