জ্ঞানবাপী মামলায় স্বস্তিতে হিন্দুপক্ষ, খারিজ মুসলিমপক্ষের আবেদন

জ্ঞানবাপী মসজিদ(Gyanbapi Mosque) মামলায় খারিজ হয়ে গেল মুসলিমপক্ষের আবেদন। বৃহস্পতিবার আদালতের(Court) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’কে (Shivling) পুজো করা-সহ যে আরজিগুলি জানিয়ে হিন্দুপক্ষ মামলা করেছে তার শুনানি হবে।

বৃহস্পতিবার জ্ঞানবাপীর ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’র আবেদন খারিজ করে বারাণসী ফাস্ট ট্র্যাক কোর্ট জানিয়ে দেয়, জ্ঞানবাপী পরিসরে পূজার্চনা করার জন্য হিন্দুপক্ষের আবেদন বৈধ। এক্ষেত্রে শুনানি চালাতে কোনও বাধা নেই। একইসঙ্গে, আগামী ২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত করেছেন বিচারক।

Previous articleনিলামে উঠেছিল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল, বিক্রি হল বহু মূল্যে
Next articleগ্যালন গ্যালন জল দিয়ে দেহ পরিষ্কার ! শ্রদ্ধা খু*নে চাঞ্চল্যকর তথ্য