নিলামে উঠেছিল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল, বিক্রি হল বহু মূল্যে

এই  বলটি এত দিন ছিল তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি ১৯৮৬' বিশ্বকাপে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

বিক্রি হয়ে গেল কিংবদন্তি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল। ১৯৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বল দিয়ে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, সেটি নিলামে তোলা হয়েছিল। সেই বলটি বহু মূল্যে বিক্রি হয়েছে। ইংল্যান্ডে এই বলটি নিলাম করা হয়েছিল।

যে সংস্থা ওই বলটি নিলাম করেছে তাদের তরফ থেকে এদিন জানানো হয়েছে, নিলামে ওই বলটি বিক্রি হয়েছে ২০ লক্ষ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। তবে মনে করা হয়েছিল ৩০ লক্ষ পাউন্ড দাম পাওয়া যাবে বলটির। কিন্তু শেষমেশ ২০ লক্ষ পাউন্ডেই বিক্রি হয় ওই বল।

এই  বলটি এত দিন ছিল তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি ১৯৮৬’ বিশ্বকাপে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে নিলামে কে বলটি কিনেছেন, তাঁর নাম জানানো হয়নি।

 

Previous articleদিলীপের ৯৯ লাখি ভিলার দলিলে প্রসন্নর সই! টাকার উৎস কী? গ্রেফতারের দাবি তৃণমূলের
Next articleজ্ঞানবাপী মামলায় স্বস্তিতে হিন্দুপক্ষ, খারিজ মুসলিমপক্ষের আবেদন