বরাদ্দ অর্থেও অসমাপ্ত পূর্ব মেদিনীপুরের পরাণচক শিক্ষা নিকেতনের উন্নয়ন, তদন্তের দাবি কুণালের

পরাণচক শিক্ষা নিকেতন, সুতাহাটা, পূর্ব মেদিনীপুরে অডিটোরিয়াম নির্মাণে সাংসদ তহবিল থেকে ৮২ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নোডাল অফিসার জেলাশাসক কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব দেন হলদিয়া পুরসভাকে।কিন্তু কাজটি আজও অসমাপ্ত এবং স্কুলের তরফ থেকে বিষয়টি নিয়ে বহু অভিযোগ।শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান খোদ কুণাল ঘোষ। কেন টাকা বরাদ্দ হওয়ার পরও কাজ হয়নি সেই বিষয়টার তদন্ত হওয়া দরকার বলে কুণাল জানান। সেই সঙ্গে জট কাটিয়ে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
কুণাল বলেন, আমার সাংসদ তহবিল থেকে পূর্ব মেদিনীপুর জেলার ৩৫ টি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৪ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দ করেছিলাম। বহু কাজ ভালোভাবে শেষ হয়েছে। খবর ও ছবি পেয়েছি। কিন্তু এই পরাণচক স্কুলে যা হয়েছে, তা আপত্তিকর। শিক্ষকদের আন্তরিকতা ও উদ্যোগকে পুরপ্রশাসনে থাকা কিছু লোক উপেক্ষা করেছেন। জট কাটানোর চেষ্টা করব।

Previous articleমেয়েদের জন্য রঙিন পোশাক! নিয়মে ঐতিহাসিক বদল উইম্বলডনে
Next articleবাড়ছে শীত, এবার কি কমবে ডেঙ্গি? চিন্তায় বিশেষজ্ঞরা