হলদিয়ায় সাতসকালে চা খেতে বেরিয়ে ডিয়ার লটারি টিকিট কিনলেন কুণাল! শুরু জোরচর্চা

সাতসকালে রাস্তায় বেরিয়ে কুণালের ডিয়ার লটারির টিকিট কাটা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। সম্প্রতি, এই ডিয়ার লটারি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের নেতারা ডিয়ার লটারির টিকির কাটলেই বিজেতার তালিকায় নাম উঠছে

দলের তরফে পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্ব পাওয়ার পর থেকে জেলায় মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কখনও হলদিয়া, কখনও নন্দীগ্রাম, একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত তিনি। সম্প্রতি হলদিয়াতে একটি বাড়িও নিয়েছেন কুণাল।

আরও পড়ুন:ধাপে ধাপে ব্যবস্থা নেবে দল: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আগ্রহীদের বার্তা কুণালের

তারই মধ্যে আজ শুক্রবার সকালে হলদিয়ায় রাস্তায় চা খেতে বেরিয়ে সটান চলে যান যান একটি লটারির দোকানে। রাস্তার পাশেই টেবিল পেতে ডিয়ার লটারির টিকিট বিক্রি হচ্ছে। লটারি বিক্রেতার সঙ্গে গল্প করতে করতে ৩০টাকা দিয়ে একটি টিকিটও কেটে ফেলেন তৃণমূল নেতা।

বিষয়টি নিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে পোস্ট করেন। ফেসবুকে কুণাল ঘোষ লেখেন, “ডিয়ার লটারির টিকিট বিক্রেতাকে বললাম, এটা নাকি আগে সব ঠিকঠাক থাকে? তিনি বললেন (লটারি বিক্রেতা), ‘এসব তো জানিই না। আমরা বিক্রি করি শুধু।’ বললাম,.তাহলে আমিও কেটে দেখি।” কেটেই ফেললাম তিরিশ টাকার।”

সাতসকালে রাস্তায় বেরিয়ে কুণালের ডিয়ার লটারির টিকিট কাটা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। সম্প্রতি, এই ডিয়ার লটারি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের নেতারা ডিয়ার লটারির টিকির কাটলেই বিজেতার তালিকায় নাম উঠছে। তারই মাঝে কুণাল ঘোষের মতো তৃণমূলের প্রথমসারির একজন নেতার এভাবে লটারির টিকিট কাটা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার ডিয়ার লটারির টিকিটে কুণালের ভাগ্যে কী আছে! তাঁর নামও কি বিজেতার খাতায় উঠবে? যদি ওঠে, তাহলে তা কাকতলীয় নাকি তৃণমূলের নেতা বলেই লটারি জিতেছেন, সেই চর্চা যে শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না!

এদিন ফেসবুক পোস্টে কুণালের আরও সংযোজন, “এখন আছি হলদিয়ায়। সকাল। রাস্তার মোড়ে চায়ের দোকানে কিছুক্ষণ। তারপর গোঁফের যত্নে সেলুনে। স্থানীয় অনেকের সঙ্গে দেখা, আলাপ, কথা। তৃণমূল কর্মীদের অনুরোধে পার্টি অফিস চত্বরে কিছুক্ষণ। এরপর সুতাহাটা যাব। জরুরি কাজ।”

Previous article“সোনা চোর” স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! নিশীথের নামে নালিশ জানাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় তৃণমূল
Next articleঅনুব্রতকে গ্রেফতারের পর এবার দিল্লিতে নিয়ে যেতে চায় ইডি