Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ থেকে শুরু ফুটবল বিস্বকাপ। প্রথম ম‍্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি ইয়ুয়েডর। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ফুটবলপ্রেমী মানুষদের।

২) প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা। এশিয়ান কাপ টেবিল টেনিসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে পদক জিতলেন তিনি।

৩) হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু ২০২২ কাতার বিশ্বকাপ। তার আগে বিস্ফোরক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বললেন, তিন ঘন্টা বিয়ার না খেলেও মানুষ বেঁচে থাকবে।

৪) বিজয় হাজারে ট্রফিতে ফের জয় বাংলার। শনিবার রেলওয়েজকে ৫৭ রানে হারাল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে অর্ধশতরান অভিমূন‍্য ইশ্বরন, অভিষেক পোরেলের। বল হাতে দাপট মনোজ তিওয়াড়ির।

৫) আইএসএলের পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ এফসি গোয়া। তিন পয়েন্ট পেয় লিগ টেবিলের শীর্ষে পৌঁছাতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

 

 

Previous articleভাড়া বাড়ছে ট্রেনের ‘ইকোনমি থ্রি এসি’-র
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ