প্রয়াত বর্ষীয়ান পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল

না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল। শুক্রবার রাত দুটো নাগাদ দিল্লির লোদি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন:কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত এক মাসেরও বেশি সময় ধরে নয়া দিল্লির এক হাসপাতালে চিকিৎসা চলছে। পরিবারের তরফে দাবি, শারীরিক অবস্থার উন্নতির পরিবর্তে একে একে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে পরিচালকের।

দেশে সমান্তরাল ধারার ছবির বিবর্তনে বড় ভূমিকা ছিল সুরেশের। ‘রজনীগন্ধা’ (১৯৭৪), ‘কথা’ (১৯৮২) এবং সত্যজিৎ রায়ের ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’র (১৯৭৭) মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছিলেন, যার নাম ‘মাই অ্যাডভেঞ্চার্স উইথ সত্যজিৎ রায়: মেকিং অফ শতরঞ্জ কে খিলাড়ি’।

Previous articleদুর্গাপুরে কয়লা মাফিয়ার হোটেলেই রাত্রিবাস, ইসিএল কর্তাদের নিয়ে বৈঠকে খোদ কয়লা মন্ত্রীর
Next articleবঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া, আজও স্বাভাবিকের নীচে তাপমাত্রা