Thursday, December 25, 2025

প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই ভেঙে পড়ল ফুটব্রিজ! নিহত ১ মহিলা,আহত অন্তত ২০

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা ১০। অন্যান্য দিনের মতো রবিবারও ব্যস্ত মহারাষ্ট্রের চন্দ্রপুরের বাল্লারশাহ রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মের একদিকে যখন ট্রেন আসছে, অন্যদিকে ট্রেন ছাড়ছে। এমন সময় ট্রেন ধরার তাড়ায় হুড়োহুড়ি পড়ে ফুটব্রিজে। কিন্তু এমনটাও যে হতে পারে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফুটব্রিজটি। যার জেরে মৃত্যু হয় ১ মহিলার। গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটজনক।

আরও পড়ুন:অদক্ষ কর্মীদের দিয়ে সেতুর কাজ করানো হয়েছিল, গুজরাটের ব্রিজ বিপর্যয়ে বিস্ফোরক তথ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশনে পুণেগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লাগে। সকলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। আচমকাই ব্রিজের মাঝখানের একটি অংশ ভেঙে পড়ে। একাধিক ব্যক্তি ৬০ ফুট উচ্চতা থেকে সোজা রেললাইনে পড়ে যান। দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হন। তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের বল্লারপুর গ্রামীণ  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কিছু আহত যাত্রীদের চন্দ্রপুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যেই বছর ৪৮-র নীলিমা রানগারি নামক এক যাত্রীর মৃত্যু হয়।

সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সমস্ত আহত যাত্রীদের জন্য চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে।

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...