Friday, August 22, 2025

প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই ভেঙে পড়ল ফুটব্রিজ! নিহত ১ মহিলা,আহত অন্তত ২০

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা ১০। অন্যান্য দিনের মতো রবিবারও ব্যস্ত মহারাষ্ট্রের চন্দ্রপুরের বাল্লারশাহ রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মের একদিকে যখন ট্রেন আসছে, অন্যদিকে ট্রেন ছাড়ছে। এমন সময় ট্রেন ধরার তাড়ায় হুড়োহুড়ি পড়ে ফুটব্রিজে। কিন্তু এমনটাও যে হতে পারে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফুটব্রিজটি। যার জেরে মৃত্যু হয় ১ মহিলার। গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটজনক।

আরও পড়ুন:অদক্ষ কর্মীদের দিয়ে সেতুর কাজ করানো হয়েছিল, গুজরাটের ব্রিজ বিপর্যয়ে বিস্ফোরক তথ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশনে পুণেগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লাগে। সকলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। আচমকাই ব্রিজের মাঝখানের একটি অংশ ভেঙে পড়ে। একাধিক ব্যক্তি ৬০ ফুট উচ্চতা থেকে সোজা রেললাইনে পড়ে যান। দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হন। তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের বল্লারপুর গ্রামীণ  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কিছু আহত যাত্রীদের চন্দ্রপুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যেই বছর ৪৮-র নীলিমা রানগারি নামক এক যাত্রীর মৃত্যু হয়।

সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সমস্ত আহত যাত্রীদের জন্য চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...