Wednesday, December 24, 2025

FIFA WC 2022: আবেগের নাম যখন জার্সি, ফুটবল বিশ্বকাপে জার্সির ইতিবৃত্ত

Date:

Share post:

জার্সি (Jersey)মানেই যেন দেশের আবেগ। সবুজ মাঠে জ্বলজ্বল করতে থাকা ২২ জন প্লেয়ারের জার্সি যেন খেলার মাঠের আবেগকে আরও বেশি করে তুলে ধরে। বিশ্বকাপের (World Cup Football)মঞ্চে ফুটবলাররা নিজেদের দেশের জার্সি পরে মাঠে নামেন। সেই জার্সি তাঁদের জাতীয় ঐতিহ্যের কথাও মনে করিয়ে দেয়। শুধুই কি প্লেয়ার? সমর্থকদের মধ্যেও জার্সি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। কিন্তু এই বিশ্বকাপে বারবার বদলেছে বিভিন্ন দলের জার্সি। আর তার পেছনে রয়েছে অনেক অজানা ইতিহাস।

বিশ্বকাপ শুরু হতেই বেটিংয়ের রমরমা, শহরের একটি হোটেল থেকে ধৃত ৫

শুরুটা করা যাক আর্জেন্টিনাকে (Argentina)দিয়ে। আর্জেন্টিনাকে বলা হয়ে থাকে লা আলবিসেলেস্তে,যার আক্ষরিক অর্থ সাদা এবং আকাশি নীল। এই রঙেরই জার্সি আর্জেন্টিনা পড়ে আসছে ফুটবল বিশ্বকাপের সূচনা থেকে। অ্যাডিডাস (Adidas)আর্জেন্টিনার জার্সিটি তৈরি করেছে। জাপানের (Japan)জার্সিতে জড়িয়ে আছে জাপানি শিল্প ‘অরিগামি’ (Origami), যেখানে কাগজ ভাঁজ করে নানা আকৃতি দেওয়া হয় সেটাকে। এই অরিগামির ভাঁজ খুললে যেরকম দাগ পড়ে, জাপানের জার্সিতেও সেরকম রঙ করা হয়েছে। জাপানি জার্সিতে চিত্রিত হয়েছে সারসের ঝাঁক শিকার করা, যা ২০০২তে জাপান বিশ্বকাপের স্মরণে বানানো হয়েছে। স্পেনের (Spain) লাল ‘ভি’ নেক জার্সিতে আছে জাতীয় পতাকার নীল এবং হলুদ দাগ রয়েছে গলায়। অ্যাওয়ে জার্সিটি নীল রংয়ের এবং জামার মধ্যে তরঙ্গের মতো নকশা বানানো হয়েছে। বলাই যায় যেন আলাদা এক শিল্প সত্তা প্রকাশ পেয়েছে। জার্মানির (Germany) সাদা জার্সির মধ্যে কালো বর্ডার আর সেখানে আছে দেশের লোগো। বুকে লোগোর (Logo) উপর সোনালী রঙের স্টার জার্মানদের চারটি বিশ্বকাপ (World Cup)জয়ের প্রতীক হিসেবে জ্বল জ্বল করছে। বিশ্বকাপে (WC)হলুদ জার্সি মানেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ব্রাজিল (Brazil)। এবারও জয়ের ধারা অব্যাহত। এই ব্রাজিল জার্সিটি মূলত তাদের পতাকার মতন করে বানানো হয়েছে। কলারে আছে সবুজ রঙ। হোম জার্সিতে সুতোর কাজ ধরা পড়লেও নীল রঙের অ্যাওয়ে জার্সিটি সাধারণ জাগুয়ার ডিজাইন রাখা হয়েছে। পর্তুগালের জার্সিতে কোনাকুনি ভাবে অর্ধেকটা লাল এবং বাকিটা সবুজ। অ্যাওয়ে জার্সিটা সাদা এবং বুকে তাদের পতাকার রঙে চওড়া ভাবে লাল সবুজ। এবার বলি প্রাচীন অ্যাজটেক চিন্হ এবং ছবি দিয়ে সাজান মেক্সিকো (Mexico) দলের জার্সি । সবুজ জার্সিটির বুক অবধি গাঢ় সবুজ এবং নীচে হালকা সবুজ। গতবারের বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের (France)জার্সিতে তাদের ঐতিহ্য এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে। সঙ্গে ফুটেছে ফরাসি বিপ্লবের স্মৃতিও।

 

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...