Saturday, December 13, 2025

অনুদানে বাবদ গেরুয়া তহবিলে ৬১৫ কোটি, তৃণমূল মাত্র ৪৩ লক্ষ

Date:

Share post:

লক্ষ্মীর ভাঁড়ার ফুলেফেঁপে উঠছে গেরুয়া শিবিরের। বিভিন্ন সংস্থা থেকে অনুদান বাবদ কেন্দ্রের শাসক শিবিরের আয় প্রায় ৬১৫ কোটি টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির অনুদান প্রাপ্তির এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন(Election Commission)। যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে আয়ের নিরিখে শীর্ষে বিজেপি(BJP)। অন্যদিকে অনুদান বাবদ সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল(TMC)। তাদের আয় মাত্র ৪৩ লক্ষ টাকা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য হিসেবে ২০২১-২২ সালেই কংগ্রেসের থেকে প্রায় ৬ গুণের বেশি অনুদান পেয়েছে মোদি-শাহের দল। টাকার অঙ্কে যা ৬১৪.৫৩ কোটি টাকা। এই তালিকায় কংগ্রেসের আয় ৯৫.৪৬ কোটি টাকা। সিপিএমও পিছিয়ে নেই এই তালিকায়। চলতি বছরে তাদের আয় ১০.০৫ কোটি টাকা। আম আদমি পার্টি পেয়েছে ৪৪.৫৪ কোটি টাকা এবং সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল। অনুদান হিসেবে তৃণমূল পেয়েছে ৪৩ লক্ষ টাকা। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে পৃথক দাতা এবং সংস্থার কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা নিলে, রাজনৈতিক দলগুলিকে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ব্যক্তি ও সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রাস্টগুলিও রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়ে থাকে। কমিশনের ওয়েবসাইট অনুসারের রাজনৈতিক ট্রাস্টগুলি থেকে কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে বিজেপি। অবশ্য বিজেপির এই আয় নিয়ে বিতর্ক কিছু কম নেই। অভিযোগ শাসক দলে থাকার দৌলতে তাদের অর্থের ভাড়ার ফুলেফেঁপে উঠছে অবশ্য কারা বিজেপিকে এই বিপুল টাকা অনুদান দিচ্ছে তা জানারও উপায় নেই। কারণ আইন করে সেই রাস্তা বন্ধ করেছে মোদি সরকার।

পাশাপাশি নির্বাচন কমিশনের তথ্যে জানানো হয়েছে, বিজেপি ২২০৬ টি উৎস থেকে অনুদান পেয়েছে। কংগ্রেসকে অনুদান দিয়েছে ১০৫৯ জন। তৃণমূল কংগ্রেস অনুদান পেয়েছে ২৬ টি সূত্র থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির প্রাপ্ত অনুদান, ৪২.৫১ কোটি টাকা। সিপিআইএমের অনুদান এসেছে ২২৬ টি উৎস থেকে, তাদের প্রাপ্ত অনুদান ১২.৮৫ কোটি টাকা।

spot_img

Related articles

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...