মোমিনপুরে চারতলা আবাসনের ছাদে উদ্ধার যুবকের রহস্যজনক মৃ*তদেহ

আবাসনের প্রেসিডেন্টের দাবি, ছাদের চাবি তাঁর কাছেই থাকে। মঙ্গলবার থেকে ছাদে যাওয়ার জন্য তাঁর কাছ থেকে চাবি চাননি কেউই। বন্ধ ছিল ছাদ। তাহলে চারতলার ছাদে কীভাবে পৌঁছলেন যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন।

যুবকের মৃ*ত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মোমিনপুরের (Mominpur) ময়ুরভঞ্জ (Mayurbhanj) রোড (Road) এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃ*ত যুবক মহম্মদ সাজ্জাদ হোসেন (Sajjad Hossain), বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (Tuesday) থেকেই নিখোঁজ (Missing) ছিলেন এলাকারই বাসিন্দা ওই যুবক। এরপরই সাজ্জাদের পরিবার ও প্রতিবেশীরা তার খোঁজ শুরু করেন। অবশেষে বুধবার সকালে ময়ুরভঞ্জ রোড এলাকার একটি চারতলা আবাসনের ছাদ থেকে উদ্ধার হয় সাজ্জাদের মৃ*তদেহ।

আবাসনের প্রেসিডেন্টের দাবি, ছাদের চাবি তাঁর কাছেই থাকে। মঙ্গলবার থেকে ছাদে যাওয়ার জন্য তাঁর কাছ থেকে চাবি চাননি কেউই। বন্ধ ছিল ছাদ। তাহলে চারতলার ছাদে কীভাবে পৌঁছলেন যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন সাজ্জাদ। কোথাও ঘুড়ি ওড়ানোর সুযোগ পেলেই সেখানে চলে যেত। মোমিনপুরের চারতলার যে আবাসনে সাজ্জাদের দেহ মিলেছে তার পাশেই রয়েছে ছ’তলা একটি নির্মীয়মান বহুতল (Building)। দুই বহুতলের মাঝের দূরত্ব ২ ফুটেরও কম। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুড়ি ওড়ানোর জন্যই নির্মীয়মান বহুতলটির ছ’তলার ছাদে গিয়েছিলেন সাজ্জাদ। এরপর ঘুড়ির সুতোয় টান দিতে গিয়েই ছ’তলার ছাদ থেকে সাজ্জাদ পড়ে যায় বলে অনুমান পুলিশের।

তবে ছেলের এমন মৃ*ত্যু মানতে নারাজ পরিবার। তাঁদের অভিযোগ খু*ন করা হয়েছে সাজ্জাদকে। কিন্তু পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Previous articleকাতার থেকে প্রিয় নেত্রীর জন্য বিশ্বকাপের বল উপহার হিসেবে আনছেন মদন
Next articleঅনুব্রত-মামলা: জামিনের আর্জি খারিজ, CBI-কে হলফনামা দেওয়ার সময় দিল হাই কোর্ট