রাজ্যের বিদ্যুৎ পরিষেবা আধুনিকীকরণের উদ্যোগ। গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। বুধবার, বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়িত করা হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ ধার্য হয়েছে। যার ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার ও বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার ব্যয় করবে।

এদিন, বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুৎ দফতরের ২ কোটি ২০ লক্ষ গ্রাহক আছে। সিইএসসি-র গ্রাহক ৩৩ লক্ষ। এই প্রকল্পের আওতায় রাজ্যে নতুন ৮৭টি সাব স্টেশন তৈরি করা হবে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করলে অরূপ বিশ্বাস পাল্টা দাবি করেন, রাজ্যে এখন কোথাও লোডশেডিং হয় না।

অরূপের জবাবে দিন্দা বলেন, ‘‘আপনি কি আমার পিছনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আমি কোথায় থাকি আপনি জানবেন কী ভাবে?‘‘ এর উত্তরে উল্টে বিজেপি বিধায়কের উপরেই দায় চাপিয়ে অরূপ বলেন, “এলাকায় যে ৪ ঘণ্টা লোডশেডিং হয় আপনি জানলেন কি করে? আপনি কি ওখানে থাকেন?” এরপরেই বিদ্যুৎমন্ত্রী বলেন, “ওখানে লোডশেডিং হলে আপনি আমাকে ফোন করবেন। আমি ঠিক পৌঁছে যাব। একসঙ্গে দেখব।”
