প্রাথমিকে টেটের অ্যাডমিট কার্ড প্রকাশ পর্ষদের, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এর  জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুটি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট দুটি হল,
www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org

১১ই ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। শেষবার টেট নেওয়া হয়েছিল গত বছরের ৩১শে জানুয়ারি।প্রাথমিকে শিক্ষক নিয়োগের বয়সের সীমা হল ৪০ বছর। তবে এবার টেটে বসার কোনও বয়সসীমা রাখা হয়নি। এবারের পরীক্ষা পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের ওপর ৩০ নম্বরের প্রশ্ন থাকছে। এর মধ্যে শিশুদের পড়ানোর উপরে প্রশ্ন থাকবে ১৫ নম্বরের এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকছে ১৫ নম্বরের।

আরও পড়ুন- প্রতিশ্রুতি মতো বুধবার হিঙ্গলগঞ্জে ১৫ হাজার বস্ত্র ও অন্যান্য পরিষেবা প্রদান হল সফলভাবে 

Previous articleপ্রতিশ্রুতি মতো বুধবার হিঙ্গলগঞ্জে ১৫ হাজার বস্ত্র ও অন্যান্য পরিষেবা প্রদান হল সফলভাবে 
Next articleমেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকোর বক্সার