মোহনবাগানের মুখোমুখি বিএফসি, কৃষ্ণা-সুনীল জুটিতেই চিন্তা ফেরান্দোর

মোহনবাগান হারিয়েছে লিগের দ্বিতীয় স্থানে থাকা গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে। বেঙ্গালুরু জিতেছে এফসি গোয়ার বিরুদ্ধে।

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। মোহনবাগান ছেড়ে যাওয়ার পর শনিবার প্রথম পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামছেন রয় কৃষ্ণা। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সুনীল ছেত্রীদের হোম গ্রাউন্ড কান্তিরাভা স্টেডিয়ামে খেলা সবুজ-মেরুন ব্রিগেডের। সুনীল-কৃষ্ণদের বেঙ্গালুরু এবার ভাল শুরু করতে পারেনি। সাত ম্যাচে মাত্র দু’টিতে জয়, চারটিতে হার। লিগ টেবলে ন’নম্বরে বেঙ্গালুরু। মোহনবাগান অবশ্য ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে রয়েছে।

মোহনবাগান হারিয়েছে লিগের দ্বিতীয় স্থানে থাকা গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে। বেঙ্গালুরু জিতেছে এফসি গোয়ার বিরুদ্ধে। কৃষ্ণা গোলের মধ্যে নেই। তবু দলের প্রাক্তন গোলমেশিনকে সমীহ করছে সবুজ-মেরুন শিবির। মোহনবাগান আবার মনবীর সিংকে এই ম্যাচে পাবে না। হায়দরাবাদ ম্যাচে পাওয়া চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে পারেননি তিনি। তাই তাঁকে কলকাতায় রেখেই শুক্রবার বেঙ্গালুরু গিয়েছে মোহনবাগান।

বিএফসি ম‍্যাচ নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বললেন, ‘‘বেঙ্গালুরু এফসি কতটা ভাল, সেটা আমরা সবাই জানি। সুনীল, কৃষ্ণা, সন্দেশের মতো খেলোয়াড় আছে। ওরাও আমাদের নিয়ে আলাদা পরিকল্পনা করবে। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন নেই। মনবীরকে এই ম্যাচে না পেলেও দিমিত্রি পেত্রাতোস ফিট। আমাদের দলে ছোট-বড় কিছু চোট আঘাত আছে। তবে আমরা আত্মবিশ্বাসী তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে।’’

আরও পড়ুন:আজ প্রি-কোয়ার্টার ফাইনালে মেসিদের সামনে অস্ট্রেলিয়া

 

Previous articleকাঁথিতে সভার আগেই বিজেপি শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রামের নেতা
Next articleসপ্তাহান্তে বন্ধ রেলের বুকিং, ১০ মিনিট টিকিট কাটতে পারবেন না যাত্রীরা