রথীন্দ্রনাথ ঠাকুরের ১৩৫ তম জন্মদিবসে রবীন্দ্র ভারতী সোসাইটির শ্রদ্ধার্ঘ্য

এদিনের অনুষ্ঠানে সুর বাধা ছিল 'পরম্পরা'য়।

রবীন্দ্র ভারতী সোসাইটির রূপকার রথীন্দ্রনাথ ঠাকুরের ১৩৫ তম জন্মদিবস উপলক্ষ্যে আবৃত্তি সংকলন ‘অনুক্রম’ রীতিমতো উপভোগ করলেন উপস্থিত দর্শকরা। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অনিন্দ্যকুমার মিত্র, বিচারপতি অসীম কুমার বন্দোপাধ্যায়, বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অভ্র বসু ।

এদিনের অনুষ্ঠানে সুর বাধা ছিল ‘পরম্পরা’য়। উপস্থিত ছিলেন সুপ্রিয় বড়াল ওরফে বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন তাঁর বাবা এবং কাকা সুনীল চন্দ্র বরাল এবং শ্যামল চন্দ্র বড়াল। ঘরোয়া পরিবেশে পুরো অনুষ্ঠানটি রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনন্য সন্ধ্যা হয়ে উঠেছিল। সঞ্চালনায় মধুমিতা বসু অনুষ্ঠানের রেশ ধরে রেখে সবার নজর কেড়েছেন। সবমিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট।

Previous articleপুরনো মামলার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত নয় : সুপ্রিম কোর্ট
Next articleএমবাপের জোড়া গোল ও জিরুর রেকর্ডে শেষ আটে ফ্রান্স