Saturday, August 23, 2025

হ‍্যাটট্রিক রামোসের, সুইসদের ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

Date:

Share post:

বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল পর্তুগাল। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিল পর্তুগিজরা। এদিন সুইসদের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখলেন না পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি মরক্কো। পর্তুগালের হয়ে হ‍্যাটট্রিক করেন গনসালো রামোস।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। যার ফলে মাচের ১৭ মিনিটের মাথায় গোল পেয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ১-০ করেন গনসালো রামোস। থ্রো থেকে বক্সের মধ্যে রামোসকে পাস দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টে থাকা গোলরক্ষকের পাস দিয়ে জোরালো শটে গোল করেন রামোস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গোলরক্ষক। রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান রামোস। আর সুযোগ পেয়েই সৎ ব‍্যবহার করলেন তিনি। এরপর পাল্টা আক্রমণ চালায় সুইজারল্যান্ড। ম‍্যাচের ৩০ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায় তারা। বাঁ পায়ে শাকিরির জোরালো ফ্রিকিক গোলরক্ষকের হাতে লেগে কর্নার হয়ে যায়। এরই মধ‍্যে ফের আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। ম‍্যাচের ৩৩ মিনিটে গোল করে পর্তুগালকে ২-০ এগিয়ে দেন পেপে। কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়িয়ে দিলেন তিনি। ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-০।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে ৩-০ এগিয়ে যায় তারা। পর্তুগালের হয়ে ৩-০ করেন সেই রামোস। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে ফের এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ৪-০ করেন রাফায়েল গুয়েরেইরো। বক্সের বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে বক্সে ঢোকেন তিনি। তার পরে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন গুয়েরেইরো। এরপর পাল্টা আক্রমণ চালায় সুইসরা। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে এক গোল শোধ করে তারা। সুইজারল্যান্ডের হয়ে ১-৪ করেন আকাঞ্জি। এরপর ফের আক্রমণের ঝাঁপায় পর্তুগাল। ম‍্যাচের ৬৭ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে পঞ্চম এবং নিজের হ‍্যাটট্রিক গোল করেন সেই রামোস। ম‍্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন রোনাল্ডো। রামোসের পরিবর্তে মাঠে নামেন তিনি। এরপর ফের আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ইনজুরি সময়ে গোল করে পর্তুগালের হয়ে ৬-১ করেন লিয়াও।

আরও পড়ুন:ইতিহাস গড়ল মরক্কো, স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে তারা


spot_img

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...