Wednesday, December 24, 2025

ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন, সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন নেইমার?

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপে নামার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২২ বিশ্বকাপেই শেষ বার নামতে চলেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন নেইমার জুনিয়র। তাই এই বিশ্বকাপে নিজের অধরা স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। হাতে পেতে চেয়েছিলেন সোনার বিশ্বকাপ। কিন্তু শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সে স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়েছে পিএসজির তারকা ফুটবলারের। ম‍‍্যাচ শেষে তাইতো বললেন, গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে।

ম‍্যাচ শেষে নেইমার বলেন,”গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বুঝতে পারছি না কী হয়ে গেল। হারের ক্ষতটা দীর্ঘদিন থেকে যাবে। এটা ফুটবল। এখানে এগুলো হতেই পারে। বাড়ি ফিরে কাঁদব। দুঃখটা ভুলতে অনেকদিন সময় লাগবে। আমার মনে হয়, জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছি না আর খেলবই না। তবে এটাও ঠিক, দলে অনেক নতুন ছেলে চলে এসেছে। আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।”

বিশ্বকাপ খেলতে আসার আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। এই নিয়ে নেইমার এক সাক্ষাৎকারে বলেন,” কাতারে আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। আমি প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চিয়তা দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি। আমাদের কোচ বদলে যাবে বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কিনা! আশা করি শেষটা ভালো ভাবেই করব। ”


 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...