আন্তর্জাতিক সীমান্তের ফাঁকা অংশে কাঁটাতারের বেড়া দিতে চায় কেন্দ্র, জমি খুঁজছে রাজ্য

পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের (International Border) যে অংশে কাঁটাতারের বেড়া এখনও দেওয়া হয়নি সেই অংশে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে চায় কেন্দ্র। ২০২৩ সালের মার্চের মধ্যেই বেড়া দেওয়ার জন্য রাজ্যকে জমির বন্দোবস্ত করতে বলা হল। এই বিষয় নিয়ে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Diwadi) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Ajay Bhalla)। ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাও (BP Gopalika)।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের ২৫৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়ে এদিন বৈঠক হয়েছে। এর মধ্যে ১৮৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য আপাতত জমির ব্যবস্থা করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বাকি অংশের জন্য জমি খুঁজছে রাজ্য সরকার। বেড়া দেওয়ার কাজ কেন্দ্রীয় পূর্ত দফতর থেকে করা হলেও, জমির ব্যবস্থা করতে হয় রাজ্য সরকারকেই। সেই জমি বাজারদরে কিনে নেয় কেন্দ্র। এদিনের বৈঠকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মুখ্যসচিবকে জানিয়েছেন, আগামী বছরের মার্চের মধ্যে ২৫৭ কিলোমিটার জমির ব্যবস্থা করে দিতে হবে।

আরও পড়ুন- ফের উত্তপ্ত ভারত-চিন সীমান্ত! জখম ৩০ জনের বেশি সেনা

Previous articleফের উত্তপ্ত ভারত-চিন সীমান্ত! জখম ৩০ জনের বেশি সেনা
Next articleআবাস যোজনা নিয়ে ফের রাজ্যের ওপর চাপ বাড়ালো কেন্দ্র