‘হেক্সা’ জয় হল না, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা নেইমারের

বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যাওয়ায় মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন। ক্রোয়েশিয়ার কাছে হারেই পরেই নেইমার জানিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন কিনা, ভেবে দেখবেন।

এইবারের মতন বিশ্বকাপের অভিযান শেষ করেছে ব্রাজিল। ষষ্ঠ কাপ জয় হল না ২০২২ কাতার বিশ্বকাপে। সতীর্থরা দেশে ফিরে গিয়েছেন। কিন্তু সেই চার্ডার্ড বিমানে ওঠেননি নেইমার দ্য সিলভা! মন ভাল নেই ব্রাজিলীয় তারকার। বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যাওয়ায় মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন। ক্রোয়েশিয়ার কাছে হারেই পরেই নেইমার জানিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন কিনা, ভেবে দেখবেন। শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ার ফের একটি দীর্ঘ পোস্ট করেন সেলেকাও তারকা। যার ছত্রে ছত্রে স্বপ্নভঙ্গের যন্ত্রণা!

নিজের সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, ‘‘মানসিকভাবে আমি পুরোপুরি বিধ্বস্ত। এভাবে বিদায় নেওয়া মেনে নিতে পারছি না। ম্যাচটা শেষ হওয়ার পর প্রায় মিনিট দশেক চুপচাপ বসেছিলাম। তারপর এমন কাঁদতে শুরু করি, যা থামছিল না। এই হার অনেকদিন আমাকে যন্ত্রণা দেবে। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের জন্য গর্বিত। আমাদের দায়বদ্ধতায় কোনও খামতি ছিল না।’’

তিনি আরও লিখেছেন, ‘‘আমাদের দলটা বিশ্বকাপ জেতার যোগ্য ছিল। কিন্তু ঈশ্বর সম্ভবত সেটা চাননি। কাপ জেতার জন্য আমরা কতটা কঠোর পরিশ্রম করেছি, সেটা বলে বোঝানো সম্ভব নয়।’’

দেশবাসীর উদ্দেশে নেইমারের বার্তা, ‘‘জাতীয় দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত ট্রফি জিততে পারিনি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই রোনাল্ডোর উদ্দেশে আবেগঘন বার্তা বিরাটের

 

Previous articleসাকেত গ্ৰেফতারের প্রতিবাদে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল
Next articleমোদি-শাহদের উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল