Saturday, December 20, 2025

Kolkata : অসামান্য এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যার সাক্ষী ICCR

Date:

Share post:

নৃত্যের (Dance)মাধ্যমে ফুটে ওঠে মনের ভাষা। আর ভারতীয় শাস্ত্রীয় ঘরানার (Indian Classical Music)যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে তা আর নতুন করে বলার নেই। কিন্তু আস্তে আস্তে সেই সংস্কৃতি কি বিলুপ্তির পথে? যাঁদের ধারণা যে সমসাময়িক বা আধুনিক নৃত্যশৈলী (Modern Dance Form)বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উপযোগী, তাঁদের প্রত্যেকের ভাবনা বদলে দিয়ে কলকাতার আইসিসিআর (ICCR,Kolkata)প্রেক্ষাগৃহে আয়োজিত হল এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা (Classical Dance Evening)। স্বেচ্ছাসেবী সংস্থা সন্তোষপুর আগন্তুক -এর (Agantuk) ‘ক্রিয়া’র উদ্বোধনের মধ্যে দিয়ে,কলকাতা সাক্ষী রইল কত্থক নৃত্যশৈলীর (Kathak dance style) অনন্য উপস্থাপনার।

প্রখ্যাত কত্থকশিল্পী লুনা পোদ্দার (Luna Poddar) ও সন্দীপ মল্লিকের (Sandip Mallik) কোরিওগ্রাফিতে দুটি প্রযোজনা পরিবেশন করেন সায়নী চওড়া ও তাঁর শিষ্য টুসি নস্কর, ঋতুপর্ণা বিশ্বাস, আহি নস্কর ও কোয়েল মুখোপাধ্যায়রা। কত্থকের সাত্ত্বিক সন্ধ্যায় প্রখ্যাত নৃত্য শিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য (Ashimbondhu Bhattacharya)তাঁর নৃত্যের মাধ্যমে এক আলাদা আকর্ষণ ফুটিয়ে তোলেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন কথক শিল্পী পারমিতা মৈত্র ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ছাত্র-ছাত্রীরা। শীতের সন্ধ্যায় সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদের মূর্ছনা যেন প্রেক্ষাগৃহে এক আলাদা সুরেলা আবহ তৈরি করে। প্রখ্যাত তবলা বাদক সুবীর ঠাকুর ও হারমোনিয়ামে শ্রী শুভাশিস ভট্টাচাৰ্য তাঁকে সঙ্গদ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী পুলমা সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিসিআর-এর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র। ছিলেন সন্তোষপুর আগন্তুক-এর সভাপতি স্বর্ণালী পাল, সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায়, তিমির বরণ সাহা, সায়নজিৎ ঘোষ, সন্দীপন মন্ডল সহ অন্যান্যরা।

 

spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...