Thursday, January 22, 2026

এসএসসি কর্তৃপক্ষকে ভুল শুধরে  ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনকে নিজের ‘ভুল শুধরে নেওয়া’র পরামর্শ দিল হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়। বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি।তিনি বলেন, কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে। এর পরেই তিনি পরামর্শ দিয়ে বলেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।

উল্লেখ্য, ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন হাই কোর্টে মামলা করেন। এই মামলায় এসএসসির আইনজীবী স্বীকার করে নেন, একটি ভুল হয়ে গিয়েছে। সে প্রসঙ্গেই বিচারপতি বসু জানিয়েছেন, ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। মামলাকারীদের নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার ওই ‘ভুয়ো’ শিক্ষকদের তালিকা জমা দিতে হবে।এর ফলে এসএসসি কর্তৃপক্ষের ঢোঁক গেলা ছাড়া  আর কোনও উপায় নেই।

spot_img

Related articles

বেঙ্গালুরুতে প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধা ইস্টবেঙ্গলের, শোকবার্তা ফেডারেশনের

প্রয়াত ইস্টবেঙ্গলের(East Bengal) প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা( Ilyas Pasha)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রয়াত প্রখ্যাত ডিফেন্ডার ইলিয়াস...

সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর...

কর্নাটকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত! ভাষণ অসমাপ্ত রেখে অধিবেশন ছাড়লেন গেহলট

অবিজেপি রাজ্যে সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকার মনোনীত রাজ্যপালরা (Governor)। বাংলায় ভুরি ভুরি উদাহরণ রয়েছে।...

সংগীতশিল্পী স্নিগ্ধজিৎকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে, ভাইরাল ভিডিও

মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ...