ভবানীপুরের সুইমিং ক্লাবে অগ্নিকাণ্ড

ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড।ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া

সূত্রের খবর, এদিন রাত ১০টার কিছু পরে শতাব্দী প্রাচীন এই ক্লাবে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ৬টি ইঞ্জিনে সামাল দেওয়া যাচ্ছিল না। ছুটে আসে আরও দুটি ইঞ্জিন। ঘরগুলিতে টিনের ছাউনি থাকায় প্রথমে জলের ফোয়ারা চালাতে বেকায়দায় পড়েন দমকল কর্মীরা। দ্রুত খুলে ফেলা হয় খেলা ঘরগুলির টিনের ছাউনি। ভেঙে দেন দমকল কর্মীরা। তারপরই শুরু হয় জল দেওয়ার কাজ। তাতেই ধীরে ধীরে কমতে শুরু করে আগুনের দাপট।

দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও সুইমিং পুলের ভিতরে কিছু জায়গায় পকেট ফারায় রয়েছে। ধিকিধিকি দেখা যাচ্ছে ছাই চাপা আগুন। সেগুলিকে নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের আসল কারণ জানার চেষ্টা চলছে।

Previous articleকাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া
Next articleকাতারে কাপ কার? উৎপল সিনহার কলম