এসএসসি চেয়ারম্যানদের অপসারণেও বেনিয়মের অভিযোগ। সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে সোমবার হাজির দুই প্রাক্তন কর্তা।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতে কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এ বার প্রকাশ্যে এল এসএসসির আরও দুই প্রাক্তন চেয়ারম্যানের নাম। এসএসসির ওই দুই প্রাক্তন কর্তা চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার শূরকে সোমবার সকালে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই।

তলব পেয়ে সকাল ১১টার কিছু পরেই নিজাম প্যালেসে হাজির হয়েছেন দু’জনে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এঁদের দু’জনেরই অপসারণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সোমবার দু’জনকেই এসএসসি মামলায় মূল অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে।
